স্মৃতির ঢাকায় ‘নব’র স্বপ্নযাত্রা

Description

শেকড়ের প্রতি বাঙালির টান সব সময়ই। বর্তমানে সেটা আরও বেশি করে চোখে পড়ছে। নানা উদ্যোগে প্রতিফলিত হচ্ছে দেশের প্রতি, দেশের ঐতিহ্যের প্রতি আনুগত্য। তেমনই একটা উদ্যোগ ‘নব’। দুই বন্ধু মিতিয়া সালেহ ও সিলমাত চিশতি বাংলাদেশের উপেক্ষিত ঐতিহ্যকে দেশে এবং বিদেশে ছড়িয়ে দিতেই শুরু করেছেন এই স্বপ্নযাত্রা।